1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ভারতীয় উপস্থাপককে উচিত জবাব দিয়ে লজ্জায় ফেললেন সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: অসাধারণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়া সিরিজে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—এ দুটি পুরস্কারই জিতেছেন সাকিব আল হাসান।

সিরিজের শেষ ম্যাচটিতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বের প্রথম কোন ক্রিকেটার হিসেবে গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়্র রেকর্ড।

সাকিব রেকর্ড গড়েন নিয়মিতই। শুধু রেকর্ড গড়াই কিংবা ভাঙাই নয় রেকর্ডের যে খোঁজ খবরও রাখেন সেটা বুঝা গেল সাকিবের পুরস্কার নেয়ার সময় ভারতীয় উপস্থাপক আনজুম চোপড়ার কথার জবাবেই।

সোমবার পুরস্কার বিতরণীতে সঞ্চালক আনজুম চোপড়া কথার শেষ দিকে সাকিবকে বলছিলেন, টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট হলো তাঁর।

আদতে শুধু বাংলাদেশে নয়, বিশ্বেই আর কারও নেই এ কীর্তি। আনজুম যেন সেই কথা ভুলেই গিয়েছিলেন।

তবে ভুলে গেলেও অসুবিধা নেই, কেননা সাকিব আল হাসান ঠিকই মনে করিয়ে দিয়েছেন সেটা। সাকিবের জবাব, ‘কেন বিশ্বে আর কেউ করেছে না কি’।

বাংলাদেশী হিসেবে রেকর্ড গড়ার কথা বলার পর আনজুম লাসিথ মালিঙ্গার কথা মনে করিয়ে দেন সাকিবকে। তখন সাকিব জবাব দিলেন, ‘আমার মনে হয় না সে এক হাজার রান করেছে।’

তখন লজ্জায় পড়ে যান ভারতীয় এই উপস্থাপকম ভুলটা বুঝতে পেরে আনজুম বললেন, ‘ভালোই রেকর্ডের খবর রাখো দেখি!’ সাকিব বললেন, ‘মাঝে মাঝে রাখি’। সতীর্থদের হাততালি আর উল্লাস আরেক দফা শুরু হয়ে গেছে তখন।

এদিন ক্যারিয়ারে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন, ম্যাচসেরা হয়েছেন, টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার গড়েছেন, সিরিজসেরা হয়েছেন। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়ে জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গিয়েছিলেন।

আজ সিরিজসেরার পুরস্কারে বিরাট কোহলির সঙ্গে ব্যবধানটা ১-এ নামিয়ে আনলেন তিনি। কোহলি সিরিজসেরা হয়েছেন এখন পর্যন্ত ১৭ বার, তাঁর ওপরে থাকা শচীন টেন্ডুলকার হয়েছিলেন ১৯ বার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys