নিউজ ডেস্ক: করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক নারী। ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।
জানা গেছে, ওই নারী গত ৩ জুলাই কোভিড আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন। সুস্থ হওয়ার পর বাড়ি গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ওই নারীর স্বামী পাঁচ দিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই নারী অসুস্থ হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, বর্তমানে ৬০ বছর বয়সী ওই নারী চমেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার চোখের চারপাশে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, ‘জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ বলে ধারণা করছি। তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’