1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতাম : নেইমার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি নেইমারের। কোপা আমেরিকার সবশেষ আসরে ব্রাজিল শিরোপা জিতলেও ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছিল ব্রাজিলিয়ান পোস্টার বয় খ্যাত নেইমারের। যার কারণে নিজের প্রথম কোপার ফাইনালে শিরোপার জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রয়েছেন তিনি। অবশ্য, ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতে বলেও জানান নেইমার।

রোববার সকালে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ‘সুপার-ক্লাসিকোতে’ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে প্রথম শিরোপা উদযাপন করতে চান নেইমার। এরজন্য নিজের সবটাই ঢেলে দিতে চান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

সবশেষ আসরে দলের সঙ্গে থাকতে না পারার আপসোস নিয়ে নেইমার, ‘আমি অনেক কিছু সয়েছি, তবে দৃঢ়ভাবে সবকিছু সামলেছি। একই সঙ্গে মনে হতো, এই সময় তো আমার মাঠে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাইরে বসে আছি। এটা আমার প্রথম কোপা আমেরিকা ফাইনাল হতে যাচ্ছে, আর এটা জিততে আমি আমার সবটুকু উজাড় করে দেব।’

তিনি বলেন, ‘এই ফাইনালে খেলার স্বপ্ন আমি সবসময় দেখে আসছি। এটা এমন এক ফাইনাল, কোপা আমেরিকায় যেটা উপভোগ করার আশা প্রত্যেক ফুটবলপ্রেমী করে। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, অনেক বছরের একটি ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে যেখানে দুটি দলই সেরা হতে লড়বে।’

বার্সেলোনায় থাকা কালে মেসির সঙ্গে বেশ দারুণ বন্ধুত্ব হয় নেইমারের। তার কথা স্মরণ করে নেইমার বলেন, আমি সবসময় এটা বলেছি। আমার দেখা সে সেরা খেলোয়াড়। সে দারুণ বন্ধু। তবে এখন যেহেতু আমরা ফাইনালে তাই আমরা প্রতিপক্ষ। আমি এই শিরোপা জিততে চাই, যেখানে সেও প্রথম শিরোপার জন্য লড়াই করছে। আমি জানি, আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার জন্যই সে অনেক লড়াই করেছে। যদি আমি ব্রাজিলিয়ান না হতাম তাহলে সবসময় আর্জেন্টিনাকেই সমর্থন করতাম।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys