1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
Mandatory Credit: Photo by FILIPPO VENEZIA/EPA-EFE/Shutterstock (10577929k) Health workers Health workers wearing protecitve suits and face masks at work in the facility on the outside of Brescia' Hospital where people who have to undergo swabs for the Covid19 Coronavirus are checked in, Brescia, Italy, 09 March 2020. The Italian authorities have taken the drastic measure of shutting off the entire northern Italian region of Lombardy, home to about 16 million people, in a bid to halt the ongoing coronavirus epidemic in the Mediterranean country. Italy saw 133 more deaths with the coronavirus on 08 March with the toll rising to 366, emergency commissioner and civil protection chief Angelo Boorelli said. Some 6,387 people are now infected with the virus across Italy, he added. Coronavirus in Italy, Brescia - 09 Mar 2020

গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছেন ভয়ঙ্কর করোনা ভাইরাস। এই রোগের নেই কোনও ওষুধ বা প্রতিষেধক। ফলে প্রতিদিনই প্রায় লাখখানেক মানুষ নতুন করে এতে আক্রান্ত হচ্ছেন। আর মারা যাচ্ছেন আরও হাজার হাজার মানুষ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ। বুধবার সকালেই আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৫২৩ জন। ফলে এই মুহূর্তে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ৩৮৩ জন।

মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় ৭ হাজার (৬ হাজার ৯৮২) জন মানুষ। ফলে মোট মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ১ লাখ ২৬ হাজার ৮১১তে গিয়ে দাঁড়িয়েছে।

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৫ হাজার ৩০৩ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩ লাখ ৯২ হজার ২৬৯ জন। এদের মধ্যে ৫১ হাজার ৫৯৬ জনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, বিশ্বে মোট আক্রান্ত ও মৃত্যু এই দুই তালিকাতেই শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। তারপরেই রয়েছে ইউরোপের ৪ দেশ স্পেন, ইতালি, ফ্রান্স ও জর্মানি। উপরের ওই পাঁচটি দেশেই মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ৩০৭ জন।

করোনা আঘাতে সবচেয়ে বিপর্যস্ত বিশ্বের ১৫টি দেশের নাম (করোনায় আক্রান্তের সংখ্যা বিবেচনা করে) ক্রমান্বয়ে নিচে দেয়া হলো:

১.যুক্তরাষ্ট্র: মোট আক্রান্ত ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জন; মৃত্যু ২৬ হাজার ৬৪ জন।

২. স্পেন: আক্রান্ত ১ লাখ ৭৪ হাজার ৬০ জন; মৃত্যু ১৮ হাজার ২৫৫ জন।

৩. ইতালি: আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন; মৃত্যু ২১ হাজার ৬৭ জন।

৪. ফ্রান্স: আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন; মৃত্যু ১৫ হাজার ৭২৯ জন।

৫. জার্মানি: আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২১০ জন; মৃত্যু ৩ হাজার ৪৯৫ জন।

৬. যুক্তরাজ্য: আক্রান্ত ৯৩ হাজার ৮৭৩ জন; মৃত্যু ১২ হাজার ১০৭ জন।

৭. চীন: আক্রান্ত ৮২ হাজার ২৯৫ জন; মৃত্যু ৩ হাজার ৩৪২ জন।

৮. ইরান: আক্রান্ত ৭৪ হাজার ৮৩৩ জন; মৃত্যু ৪ হাজার ৬৮৩ জন।

৯. তুরস্ক: আক্রান্ত ৬৫ হাজার ১১১ জন; মৃত্যু ১ হাজার ৪০৩ জন।

১০. বেলজিয়াম: আক্রান্ত ৩১ হাজার ১১৯ জন; মৃত্যু ৪ হাজার ১৫৭ জন।

১১. নেদারল্যান্ডস: আক্রান্ত ২৭ হাজার ৪১৯ জন; মৃত্যু ২ হাজার ৯৪৫ জন।

১২. সুইজারল্যান্ড: আক্রান্ত ২৫ হাজার ৯৩৬ জন; মৃত্যু ১ হাজার ১১৭৪ জন।

১৩. কানাডা: আক্রান্ত ২৫ হাজার ৬৮০ জন; মৃত্যু ৭৮০ জন।

১৪. ব্রাজিল: আক্রান্ত ২৫ হাজার ৬৮৪ জন; মৃত্যু ১ হাজার ৫৫২ জন।

১৫. রাশিয়া: আক্রান্ত ১৮ হাজার ৩২৮ জন; মৃত্যু ১৪৮ জন।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys