নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত প্রতিটি দেশ ও জনপদ। সংক্রমণ এড়াতে তাই নেয়া হয়েছে লকডাউনের মতো সিদ্ধান্ত। কিন্তু এ অবস্থায় বেশিদিন চলাও সম্ভব নয়। এ জন্য বিভিন্ন দেশ লকডাউনের সময় সীমা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে মঙ্গলবার ঘোষণা দেয়া হয়েছে ৩রা মে পর্যন্ত চলবে লকডাউন। ফ্রান্সে লকডাউন বাড়িয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নেয়া হয়েছে।
অস্ট্রিয়ায় কিছু দোকান খোলা শুরু হয়েছে। যুক্তরাজ্যে চলছে লকডাউনের চতুর্থ সপ্তাহ। সরকার আর কোনো পরিবর্তন করছে না আপাতত।
জাপান প্রাথমিক সংক্রমণ ঠেকিয়েছে। এখন চলছে জরুরি অবস্থা। স্পেনে কিছু নির্মাণ কাজ চালুর জন্য ব্যবসা চালু হয়েছে।সূত্র: বিবিসি