1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

বিবিসির যে সাক্ষাৎকারের জেরে সম্পর্ক ভেঙেছিল ডায়ানা-চার্লসের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

নিউজ ডেস্ক: ১৯৯৫ সালে ছলনার আশ্রয় নিয়ে প্রিন্সেস ডায়ানার বিস্ফোরক সাক্ষাৎকারটি নিয়েছিল বিবিসি। ওই সাক্ষাৎকারের জন্যই ভেঙেছিল চার্লস ও ডায়ানার সম্পর্ক। সংবাদ সংস্থার বিরুদ্ধে তোপ দেগে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ডায়না-চার্লসের দুই পুত্র উইলিয়াম ও হ্যারি। সম্প্রতি বিবিসির একটি অন্তর্বর্তী তদন্তে উঠে আসে, ডায়ানার ওই সাক্ষাৎকার পেতে সঞ্চালক মার্টিন বশির ভুয়া নথিপত্র তৈরি করেছিলেন।

কেনসিংটন প্রাসাদ থেকে জারি করা একটি বিবৃতিতে উইলিয়াম বলেন, ‘যেসব ছল-চাতুরির মাধ্যমে সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল, সেগুলো আমার মায়ের বক্তব্যকে দারুণভাবে প্রভাবিত করেছিল বলে আমি মনে করি। সম্প্রচারের পর সাক্ষাৎকারটি আমার মা-বাবার সম্পর্ককে আরো বিষিয়ে তুলেছিল। ওই সাক্ষাৎকার গভীরভাবে মায়ের অবসাদ, আতঙ্ক ও একাকিত্বকে বাড়িয়ে দিয়েছিল।’

১৯৯৫ সালে বিবিসিতে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন ডায়ানা। জানিয়ে ছিলেন, প্রিন্স চার্লসের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথাও। ওই অনুষ্ঠানটির পর কার্যত হইচই পড়ে যায়। রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে যান ‘প্যানোরামা’ নামে ওই অনুষ্ঠানের সঞ্চালক মার্টিন বশির। আর পরের বছরই বিবাহ বিচ্ছেদ হয় চার্লস ও ডায়নার। ওই সাক্ষাৎকারের গোটা প্রক্রিয়া নিয়ে হাজার‌ও প্রশ্ন ওঠে। তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেয় বিবিসি। গত বৃহস্পতিবারই তার রিপোর্ট জমা পড়েছে। তাতে বলা হয়েছে, ওই বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য ডায়ানাকে রাজি করাতে ছল-চাতুরির আশ্রয় নিয়েছিলেন বশির। কিন্তু, কীভাবে তিনি গোটা পরিকল্পনা করেছিলেন, সেবিষয়ে বিশেষ কোনো তথ্য মেলেনি বিবিসির তদন্তে।

মার্টিনের এই ‘অসাধু উপায়’ অবলম্বনের বিষয়টি প্রথম জনসমক্ষে এসেছিলেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। তার দাবির সূত্র ধরেই হ্যারি পৃথক বিবৃতিতে জানিয়েছেন, অনৈতিক চর্চা এবং অন্যায় সুযোগ নেয়ার এই সংস্কৃতির প্রভাব শেষ পর্যন্ত মায়ের জীবনটাই কেড়ে নিয়েছিল। যারা কিছুটা হলেও এর দায় স্বীকার করেছেন, তাদের ধন্যবাদ। ন্যায় ও সত্যের পথে প্রথম পদক্ষেপ এটা। একইসাথে তার সংযোজন, ‘তবু যে বিষয়টি আমাদের খুবই ভাবায় তা হলো, এই ধরনের বা এর চেয়েও খারাপ পরচর্চার অনুশীলন আজ‌ও বিন্দুমাত্র কমেনি।’

সূত্র : বর্তমান

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys