1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

বিএফসি লা কর্নভ ফুটবল ক্লাবের ইফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ক্রীড়ামোদীদের  মিলন মেলায় বি এফ সি লা-কর্ণভ ফুটবল ক্লাবের ইফতার

গত রোববার(৯মার্চ) রাজধানী প্যারিসের আইছা প্রো অফিসের মিলনায়তনে  বি এফ সি লা-কর্ণভ ফুটবল ক্লাবের ইফতার , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাহেদ আহমদ এর পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডাররিতে আজি ফ্রান্স (সাফ ) র’ প্রেসিডেন্ট  নয়ন এন কে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনলা-কর্ণভ মেরির মেয়র আবু বক্কর। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বি এফ সি লা-কর্ণভ ক্লাবের প্রধান উপদেষ্টা ও উবায়দুল্লাহ কয়েছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও মিনহা গ্রুপের চেয়ারম্যান জনাব হাসান আহমদ ,বিশেষ অতিথি  জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স এর সহ সভাপতি  খলিলুর রহমান. জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স এর সহ সভাপতি ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় জনাব লুলু আহমদ।সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স এর প্রতিষ্ঠাতা সভাপতি প্সাংবাদিক মান্নান আজাদ.  ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হক রুবেল. বিশিষ্ট লেখক ও কবি  লোকমান আপন. প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্স এর সভাপতি এনায়েত হোসেন সোহেল.  ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস. নবকষ্ঠ প্রত্রিকার সম্পাদক আবু তাহির. সময় টিভি ফ্রান্স এর বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু. প্রতিদিন এর বাংলাদেশ প্রত্রিকার ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমদ. মন্ডিয়াল ট্রাভেলস এর প্রেসিডেন্ট ইব্রাহিম হাসান. ইউনিভার্সেল বাংলা নিউজ এর নির্বাহী সম্পাদক এবিটিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু. সলিডাররিতে আজি ফ্রন্স এর সাধারণ সম্পাদক মামুন হাসান. গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এর সম্মানিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন. ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মিয়া করিম. ইলেভেন ষ্টার ফুটবল ক্লাব এর সভাপতি আশুক আহমদ. বেঙ্গল ভয়েস এফ সি প্যারিস এর সভাপতি কামরুল ইসলাম এনাম  গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফখরুল ইসলাম। হবিগঞ্জ ফুটবল ক্লাব ফ্রান্স এর সহ সভাপতি জাকির হোসেন. যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া.

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা আব্দুল কাদির. মোঃ হারুনূর রশীদ. জামাল আহমদ. আমিন আলী. আলিম উদ্দিন হক. হুমায়ুন রশীদ রেজা. আমাদুল হক. জুয়েল রানা. মোহাম্মদ আব্দুল্লা. আল আমিন আহমদ ফাহিম. আর এ রুহান . সামাদ আহমদ . পাবেল আহমদ . আমিনুল রহমান ইমন. মাসুদ জিয়াদ. জিয়াউর রহমান. শামীম মাহফুজ. আব্দুল কাদির. হানিফ আহমদ. আশরাফ রানা. সহ কমিউনিটির পরিচিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠক, খেলোয়াড় ,সামাজিক ,সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় মিলনমেলায়।

আলোচনা সভায় বক্তারা ক্রীড়া উন্নয়নের সংগঠকদের আরো বেশী এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys