আমাদেরকথা ডেস্ক: বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন-২০২৩ আগামীকাল ২ নভেম্বর। জাতীয় প্রেসক্লাবে সকাল দশটায় সম্মেলন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্পাচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে প্রবাসী সাংবাদিক আবু তাহির ও লুৎফর রহমান বাবু বর্তমানে ফ্রান্স থেকে ঢাকায় অবস্থান করছেন।
আজ ১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আবু তাহির ও লুৎফর রহমান বাবুকে আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন
বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহা-সচিব দীপ আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ।
উদ্বোধনী অধিবেশনে সারাদেশের প্রায় তিন হাজার সাংবাদিক অংশ নেবেন।