নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামির নাম শাহীন আলম। তার সাবেক স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার হন তিনি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে শনিবার (২৭ আগস্ট) সানজানার মরদেহ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ। তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, একটি ভবনের ১০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন সানজানা। মৃত্যুর আগে ওই ছাত্রী একটি চিরকুট রেখে যান ।
চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। কেউ প্রাণীদের সাথে থাকতে পারে, কিন্তু অমানুষের সাথে নয়। তিনি একজন নিষ্ঠুর ধর্ষক যিনি এমনকি বাড়ির কাজের লোককেও ছাড়েননি। আমিই তার করুণ পরিণতির শুরু।’
পরিবার ও সংশ্লিষ্টরা জানান, শাহিন আলম পাঁচ বছর আগে গোপনে বিয়ে করেন। এ কারণে সানজানার মা তাকে দুই মাস আগে তালাক দেন।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর কাছ থেকে পাওয়া চিরকুটে প্রাথমিকভাবে আত্মহত্যার প্রমাণ মিলেছে। আত্মহত্যার জন্য ওই শিক্ষার্থী তার বাবাকেই দায়ী করেন।