1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশের একটি টেলিভিশনের ২০ কর্মী কোয়ারেন্টাইনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
Studio interview. Host journalist tv broadcasting camera professional crew cameraman television interview reporter vector concept. Newscaster news, cameraman studio, television journalist illustration

নিউজ ডেস্ক: দেশের একটি টেলিভিশন চ্যানেলের ২০ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে নিউজভিত্তিক টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী সম্পাদক এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের একজন রিপোর্টার দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টাই শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চারদিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআরে যোগাযোগ করা হয়। ১০ এপ্রিল তারা বাসা থেকে তার স্যাম্পল সংগ্রহ করেন। ১১ এপ্রিল রাতে তারা জানিয়ে দেয়, তিনি করোনা পজেটিভ।

‘কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। কর্তৃপক্ষ তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।’

বিবৃতিতে বলা হয়, সেই রিপোর্টার পজেটিভ নিশ্চিত হওয়ার পরই তার সাথে কথা বলে যে তিনদিন অফিস করেছেন সেই সময় তিনি কাদের সাথে কাজ করেছেন বা কাদের সাথে মিশেছেন, তার তালিকা নেয়া হয়। রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিউসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

‘একজন সহকর্মীর করোনা সংক্রমণের খবরে মন খারাপ হলেও আমাদের কর্মীদের মনোবল চাঙ্গা আছে। বাকি সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে সর্বাত্মক লড়াই চলছে, সে লড়াইয়ে সাহসের সাথেই আমাদের কর্মীরা মাঠে আছে এবং থাকবে। আপনাদের সবার সহায়তা ও ভালোবাসা কামনা করছি।’

টেলিভিশনটির ওই সাংবাদিক মিলিয়ে দেশে মোট ছয় সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের কেউ বাসায়, কেউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys