নিউজ ডেস্ক: গুজরাটের দুই জেলায় বসবাসকারী বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নাগরিকত্ব পাচ্ছেন পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরাও।
মঙ্গলবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুজরাটের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টান) এসে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।
তবে ২০১৯ সালের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) নয় বরং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে এই নাগরিকত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ দেওয়া হবে। নাগরিকত্ব পেতে ওই দুই জেলায় বসবাসকারী সংখ্যালঘুদের অনলাইনে আবেদন করতে হবে বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়।
এর আগে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়। আইনটি পাস হওয়ার পরে এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।