নিউজ ডেস্ক: শিশিরের সঙ্গে ১২ ডিসেম্বর, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান- আলায়না হাসান অব্রি। স্ত্রী ও কন্যাকে কতটা ভালোবাসেন তিনি তা নিজের ফেসবুক পেজে প্রায়ই প্রকাশ করেন।
এবার স্ত্রী শিশিরের জন্মদিনে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে শিশিরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধন্যবাদও দিয়েছেন সাকিব।
স্ট্যাটাসে সাকিব লিখেছেন, “তোমার জন্মদিনে তোমাকে সরি বলার উপযুক্ত সুযোগ। তুমি যে সব ত্যাগ শিকার করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।”