নিউজ ডেস্ক: ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী সভা ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় ৬ই জানুয়ারি । এতে সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি জনাব এম, এ,কাসেম।
সভাটি পরিচালনা করেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েছ। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সর্ব জনাব- মোঃ আবুল কাশেম,সোহরাব মৃধা, কামরুল হোসেন বকুল,মোঃশাহেদ আলী, সৈয়দ ফয়সাল ইকবাল, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, শুভ্রত ভট্টাচার্য শুভ,আকরাম খাঁন,শাহজাহান রহমান,অবনী চন্দ্র দাস গোপাল বাবু, আজম খাঁন, ফয়সল আহমদ বেলাল ।যুগ্ম সাধারন সম্পাদক সর্ব জনাব নজরুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক স্বপন, অধ্যাপক অপু আলম ,ফয়সল উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক সর্বজনাব সেলিম ওয়াদা শিলু,খালেদ গেলাম কিবরিয়া,আলী হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সর্বজনাব আমিন খাঁন হাজারি,শাহীন আরমান চৌধুরী, নিগার আফরোজ খাঁন,আবদুল্লাহ্ আল তায়েফ,পারভেজ রশিদ খাঁন,তরিকুল ইসলাম,নাসির উদ্দিন,রিপন দেবনাথ,মনসুর আহমেদ,হাসান সিদ্দিক, রিয়াদ,কামাল পাশা,বেলাল আহমেদ,আমিনুর রহমান ফারুক, আব্দুল মতিন, কামাল শিকদার, কামরুল ইসলাম সেলিম, মিজানুর রহমান, আজাদ উদ্দিন, সাহান শহিক, আলমগীর, জয়নাল আহমেদ মুরাদ আশরাফুল ইসলাম, আব্দুল আহাদ,প্রমূখ।
সভার শোক প্রস্তাবে সাবেক সভাপতি মরহুম বেনজির আহমেদ সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক মরহুম মহসিন উদ্দিন খাঁন লিটনের নাম গ্রহন করা হয়।
সিদ্ধান্ত সমূহ-
এক/ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্মরণিকা প্রকাশ করা হবে।
দুই / স্মরণিকা সংক্রান্ত কার্যাদির ক্ষেত্রে সভাপতি / সাধারণ সম্পাদক কে সর্বময় ক্ষমতা দেওয়া হইলো।
অবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।