1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিনের মৃত্যুতে মহাসচিব এনায়েত উল্লাহর শোক বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা

ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্ক: সিলেটবাসীর ৮ দফার দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত কুলাউড়াবাসী। অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তা মেনে কার্যকর করার জন‍্যও দাবি জানান তারা।

গত রোববার (২৬ অক্টোবর) দেশটিতে বসবাসরত কুলাউড়া বাসীদের সংগঠন “কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন” সাধারণ সভা থেকে এ দাবি জানানো হয়।

রাজধানী প‍্যারিসের ক‍্যাথসিমায় স্হানীয় এক রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসের মাটিতে শেকড়ের টানে সবাই একত্রিত হয়ে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক দিক-নির্দেশনায় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করেন।

সকলের পস্থিতিতে সাধারণ সভায় ঐক্য মতের ভিত্তিতে আগামীতে দ্রুত সময়ের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপদেষ্টা পরিষদ গঠন এবং দলীয় গঠনতন্ত্র প্রণয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী মতিন এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ও জিলু খান। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ খায়রুল ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাব্বির আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলী, আব্দুল হান্নান কুটি, খায়রুল আমিন খসরু, আব্দুল কাদির, আলী আকবর, আহমেদ জুনেদ ফারহান, মোঃ লুৎফুর রহমান বাবু, আবুল কালাম মামুন, এমসি রুমেল, সামাদ খান রাজু, আলাল খান, মোঃ আলী চৌধুরী নাজির, মুরাদ আহমদ, এনামুল ইসলাম লিমন, জাহেদ মাহমুদ, কাওসার আহমদ, দুলাল আহমদ।

আরও উপস্থিত ছিলেন, জসিম মিয়া, শামসুজ্জামান জালাল, মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান মুকিম, আব্দুর রহমান রাজু, আব্দুস সালাম, তৌফিক আবির, রুমেল আহমদ, আব্দুল অদুদ মোহন, এনামুল হক, ফুয়াদ হাসান মিটু, আব্দুর রহিম প্রমুখ ।

সিলেট রেলপথের উন্নয়নে ৮ দফার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন, সিলেট অঞ্চলের রেলপথ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথের চলমান ৮ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন “কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন” ফ্রান্সের নেতৃবৃন্দ। জনস্বার্থে এই যৌক্তিক দাবি গুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা আরও জানান এই দাবি গুলো শিগগিরই বাস্তবায়ন না হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেট প্রবাসীরা আন্দোলন আরও বেগবান করবে এবং দূতাবাসে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

রেলপথে ৮ দফা দাবি-

১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা

২. সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা

৩. সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা

৪. সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা

৫. কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো,

৬. সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা

৭. সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন

৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা

সভা শেষে সকলের মধ্যে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys