নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে অনাড়ম্বর ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
রাজধানী প্যারিসের স্থানীয় একটি মিলায়তনে বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের আয়োজনে অস্থায়ী পূজা মন্ডপে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালনের মধ্যদিয়ে সরস্বতী পূজা পালন করা হয়।এতে প্যারিস ও এর আশপাশ এলাকার প্রবাসী বাংলাদেশী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ভক্তবৃন্দ ও আয়োজকরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ , পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি সহ অন্যান্য অনুষ্ঠানাদি পালন করেন।
ছিল শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তীয়। এতে অংশগ্রহণকারী পূজারীরা দেবী সরস্বতীর কাছে বিদ্যা ও জ্ঞানের আলোর পাশাপাশি পৃথিবীতে খেরে অন্ধকার দূর ও যুদ্ধ-বিগ্রহ বন্ধের জন্য প্রার্থনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের সভাপতি রিপন মজুমদার ও সাধারণ সম্পাদক তপন দাস।