ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স আয়োজিত শিশুতোষ মেধা অন্বেষণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে।
গত ৬ জুলাই রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ লাকরনভ বিডি কমিউনিটি হলে এই শিশুতোষ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফ্রান্সে বেড়ে ওঠা বাঙ্গালী নতুন প্রজন্মের বিপুল সংখ্যক শিশুদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের প্রতিষ্ঠাতা এবং স্থায়ী সদস্য এলান খান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিত এবং সাংগঠনিক সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সংগঠনের সদস্য জুয়েল ডি লেলিন, আবু বকর আল আমিন এবং তপন দাশ।
সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগে দুই গ্রুপে ৪৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাশাপাশি অনেকে বিশেষ মেধা প্রদর্শনে যন্ত্র সঙ্গীত প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সঙ্গীত বিভাগে কণ্ঠ শিল্পী সুমা দাশ এবং গৌতম বিশ্বাস। নৃত্য বিভাগে বিভারকের দায়িত্ব পালন করেন নৃত্য শিল্পীবজি এম শরিফুল ইসলাম এবং কামরুল ইসলাম। আবৃত্তি বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন কবি এবং আবৃত্তিকার আবু বকর মোহাম্মদ আল আমীন এবং আবৃত্তি শিল্পী শারমিন জাহান।
অনুষ্ঠান শুরু হয় দুই বাংলাদেশ এবং ফ্রান্সের দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পরবর্তীতে আয়োজনের বিভিন্ন প্রতিষ্ঠানে স্পনসর দাতা এবং অতিথিদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের বসবাস করা বাঙ্গালী কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের পাশাপাশি বিভিন্ন সংক্ষিপ্ত পরিসরে স্টলের মাধ্যমে ছোট মেলার’ও আয়োজন ছিলো। যেখানে ছিলো শিশুদে খেলনা, খাবার, পিঠা সহ কাপড়ের স্টল।
উল্লেখ্য, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স বিগত ৭ বছর থেকে ফ্রান্সের ৯৩ ডিপার্টমেন্টের বিভিন্ন মিউনিসিপাল গুলোর সাহায্যে সামাজিক কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্যারিসে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন প্রশাসনিক এবং সামাজিক কাজে সর্বাত্মক সহযোগীতা কার্যক্রম অব্যাহত রয়েছে।