নিউজ ডেস্ক: আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোকানে ঢুকে ছুরির ভয় দেখিয়ে সোমবার দুই নারীকে অপহরণ করেছে এক যুবক।
অপহৃত ওই দুই নারীকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলুর।
অপহরণকারীকে ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। প্যারিসের পুলিশ আরও জানিয়েছেন, অপহরণকারীর সামান্য মানসিক সমস্যা রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এ ব্যাপারে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে। আইনমন্ত্রী এরিক দোপন্দ মরেত্তির সঙ্গে দেখা করার দাবিতে তিনি একটি দোকানের ম্যানেজার ও তার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করেন।
১৯৯১ সালে ৬০ বছরের এক বৃদ্ধাকে খুন করার দায়ে অভিযুক্ত মরক্কোর অধিবাসী ওমর রাদ্দাদের বিষয়ে ওই অপহরণকারী আইনমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।
সাবেক প্রেসিডেন্ট জ্যাক সিরাকের আমলে তিনি মুক্তি পান। রাদ্দাদের আইনজীবী গত শুক্রবার জানিয়েছেন, সরকার নতুন করে ওই হত্যা মামলাটির তদন্ত শুরু করেছে।