গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের একটি হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন ফ্রান্স বিএনপি নেতৃবৃন্দ।
ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সফলভাবে প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন করে। ফ্রান্স বিএনপির সবস্তরের নেতৃবৃন্দ উপস্থিতিতে এবং সদ্য সাবেক বিলুপ্ত কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সাবেক জৈষ্ঠ নেতৃবৃন্দর সার্বিক পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনাব আনোয়ার হোসেন খোকন সাংগঠনিক সমন্বয়ক এবং আন্তর্জাতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে রূপকার এবং মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহ নিকট তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার করেন ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে গত বছরের শেষের দিকে প্রায় ১০ বছর পর ফ্রান্স বিএনপির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা পর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন তিনি ফ্রান্সের সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্ব প্রদান করছেন।