1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

পারিবারিক কলহের এক ঘটনার কথা শুনে ওই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়েছিলেন।

সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ৪৮ বছর; পরে তারও মৃতদেহ পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

বুধবার ফ্রান্সের মধ্যাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের সেইন্ট-জাস্ট এলাকার কাছে প্রত্যন্ত এক গ্রামে বন্দুকধারীর গুলির এ ঘটনা ঘটে।

ডয়েচে ভেলে জানায়, পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গেলে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে এক পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়।

বন্দুকধারী পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে আসা আরও দুই পুলিশ সদস্যকে হত্যা করে।

ঘটনাস্থল থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানো পরে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স।

আহত পুলিশ সদস্যের পায়ে গুলি লেগেছিল; তিনি আশঙ্কামুক্ত বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys