পলাশ খান: জাঁকজমক আয়োজন আর আনন্দ উৎসবের সাথে ফ্রান্সের ফেনী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
গত রোববার ফ্রান্সের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যমন্ডিত লূ তুকে সমুদ্রসৈকতে এ বনভোজন সম্পন্ন হয়।
ফ্রান্স প্রবাসী শতাধিক ফেনীবাসী এ বনভোজনে অংশগ্রহণ করেন। বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে দেশীয় খাবার পরিবেশন করা হয়।
বিকেলে সমুদ্রপাড়ে আয়োজন করা হয় খেলাধুলা ও রেফেল ড্র’র।
পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুরাও আনন্দদায়ক খেলাধুলায় অংশগ্রহণ করে।
রেফেল ড্র’র আকর্ষণীয় পুরষ্কার ছিল আইমান জিএসএম’র সৌজন্যে প্যারিস- ঢাকা-প্যারিস বিমান টিকেট।
পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুতুবউদ্দিন জিকু সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বেলায়েত মেম্বার, মাঈনুদ্দিন খোকন, মোঃ মজনু, খান মনির উল্লাহ,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ,সহ-সভাপতি রেজাউল করিম মাসুদ,সহ সভাপতি সাইফুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক আসিফুল হাসান, প্রচার সম্পাদক সাফায়েত জামিল , দপ্তর সম্পাদক মাসুদ আল আজাদ, মোঃ ওসমান গনি প্রমুখ।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন’র প্রত্যয় ব্যক্ত করেন তারা।