1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ফ্রান্সের গির্জায় হামলা: ২ জন নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি। আরেকজনের অবস্থা গুরুতর। মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন।

তিনি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। এটি শহরের নোত্র দাম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।

ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ ১’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর এই হামলা চালিয়ে এক নারীসহ দুজনকে গলা কেটে হত্যা করেছে।

গ্রেফতার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী অফিস ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি সা:-এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys