নিউজ ডেস্ক: প্রবাসীদের ইমিগ্রেশন, আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে ইতালির রাজধানী রোমের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখা।
বাঙালিসহ বিভিন্ন ভাষাভাষীদের সেবা দিতেই সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকিরের যৌথ পরিচালনায় এর উদ্বোধন করা হয়।
ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান।
এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশি ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় এ কে জামান বলেন, ‘তিবুরতিনা শাখার মাধ্যমে প্রবাসীরা ন্যাশনাল কাফের আইনি, ইমিগ্রেশন, পাত্রোনাতোসহ সকল সার্ভিস সরাসরি পাবেন।’ তিনি শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ন্যাশনাল কাফ ২০১৯ সাল থেকে ইতালীব্যাপী প্রবাসীদের জন্য কাফ সার্ভিস অত্যন্ত সুনামের সঙ্গে দিয়ে আসছে।
ন্যাশনাল কাফের মাধ্যমে প্রতি বছর ১০ হাজারের বেশি প্রবাসীরা বিভিন্ন বোনাসসহ নিয়মিত সেবা গ্রহণ করছেন। শিগগির অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস প্রবাসীদের আরও হাতের কাছে নেওয়ার পরিকল্পনার কথা জানান ন্যাশনাল কাফের পরিচালকরা।