নিউজ ডেস্ক: নারী পুলিশ সদস্যের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ আদালত এই আদেশ দেন।
অভিযুক্ত রুবেল মিয়া, নেত্রকোনা সদর থানার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি সিএমপির কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির একাধিক পুলিশ কর্মকর্তা।
আদালতের সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও থানায় রুবেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ সালের এর ৮(১) ৮ (২) আইনে মামলা করেন এক নারী পুলিশ কনস্টেবল।
এই মামলায় রুবেলকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার রুবেল মিয়াকে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুবেল মিয়ার বিষয়ে অবগত নয় জানিয়ে সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, রুবেলকে কারাগারে পাঠালে অবশ্যই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।