আমাদেরকথা ডেস্ক: কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরাজয় বরণ করলেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু।
রাজধানী প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । স্থানীয় সময় শনিবার রাত ১১টা ১৫ তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর সেজ ছেলে সাংবাদিক এম আর মিঠু বছর খানেক আগে ফ্রান্সে পাড়ি জমান। হঠাৎ হার্টের সমস্যা নিয়ে গত ২৪ এপ্রিল তিনি প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেগে গেছেন।
দেশে বসবাসকালীন তিনি দৈনিক সাতনদীর মফস্বল বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক মিঠুর আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা শোকে স্তব্ধ হয়ে আছেন।
ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন। তার লাশ দেশে প্রেরণের জন্য স্বেচ্ছাসেবী সাংবাদিক সমাজ চেষ্টা করে যাচ্ছেন।