 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিউজ ডেস্ক: নারী কর্মকর্তার সঙ্গে করমর্দন না করায় নাগরিকত্ব দেয়নি জার্মানি। লেবাননের ৪০ বছর বয়সী এক মুসলিম চিকিৎসকের সঙ্গে ঘটেছে এ ঘটনা।
নারী কর্মকর্তার সঙ্গে করমর্দন না করায় নাগরিকত্ব দেয়নি জার্মানি। লেবাননের ৪০ বছর বয়সী এক মুসলিম চিকিৎসকের সঙ্গে ঘটেছে এ ঘটনা।
এক নির্দেশনায় দেশটির আদালত বলেছেন, ওই চিকিৎসক ধর্মীয় বিধিনিষেধ মেনে নারীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।
বিচারক বলেছেন, হাত মেলানোর একটি অর্থ রয়েছে। এটা কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়।
একে অপরের সঙ্গে হাত মেলানো সামাজিক, সাংস্কৃতিক এবং আইনি জীবনে গভীরভাবে তাৎপর্যপূর্ণ; যা আমাদের একসঙ্গে থাকার পথ তৈরি করে দেয়।
ওই ব্যক্তি জার্মানিতে চিকিৎসাবিদ্যা পড়েছেন এবং একটি ক্লিনিকে কর্মরত আছেন। তবে তার কিছু আচরণের কারণে এখনও নাগরিকত্ব পাননি। ডয়েচেভেলে