নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি কলেজ থেকে প্রায় ৩০ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৪ দফায় শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটলো দেশটিতে।
বৃহস্পতিবার রাতে কাদুনা রাজ্যে ‘দ্য ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনে’ এ হামলা চালায় বন্দুকধারীরা।
অপহরণের সময় কিছু শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে ঠিক কতজন অপহৃত হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।
ওই কলেজের এক শিক্ষার্থী জানান, যাদেরকে অপহৃত করা হয়েছে তারা সবাই নারী শিক্ষার্থী।
প্রসঙ্গত, মুক্তিপণের জন্য নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্দুকধারীরা নিয়মিত অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। আড়াই মাস আগেও দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাটসিনায় তিন শতাধিক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছিল। পরে সরকার অপহরণকারীদের সঙ্গে সমঝোতায় গিয়ে তাদের মুক্ত করে আনে।
দস্যুরা নাইজেরিয়ায় রুগু জঙ্গলে নিজেদের গোপন আস্তানা গড়ে তুলেছে। এই জঙ্গল দেশটির জামফারা, কাটসিনা, কাদুনা ও নাইজার রাজ্যকে ছুঁয়েছে। এসব স্থানে সেনা মোতায়েন করা হলেও দস্যুদের আক্রমণ অব্যাহতই রয়েছে। সাধারণত এই অপরাধী চক্র অর্থের জন্য লোকজনকে অপহরণ করে থাকে, তাদের কোনো আদর্শিক লক্ষ্য নেই। তবে তাদের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে নিরাপত্তা বিভাগ।