ফাতেমা খাতুন-
নববর্ষ বিশ্বজুড়ে সব মানুষের সামনে আনন্দ ফুল হয়ে ফুটে উঠেছে। উচ্ছ্বাসের জোয়ারে কেটে যাবে কয়েকটি দিন। এই দিন আনন্দের সীমান্ত অতিক্রম করবে।
সবাই তার প্রিয়জন, আত্মীয় পরিজন সবার কাছে আনন্দের বার্তা বিলিয়ে দিবে। পৃথিবী থেকে মহামারির অন্ধকার পরিমন্ডল দুরে সরিয়ে দিতে চাইবে। নতুন বছরে হাজারো স্বপ্ন নিয়ে শুরু করবে নতুন দিগন্তের। ছোটদের নিষ্পাপ হাসিতে বিলীন হবে সমাজের ঘুনে খাওয়া রীতি।
একটি বছর শেষ হওয়া মানে বেঁচে থাকার সূত্রে একটি বছর যুক্ত হওয়া। প্রতিবছর শিশুদের বড় হওয়ার হিসাব। বয়সীরা বিশ্ব থেকে বিদায় গণনা করে। নতুন বছর এমনি করে সামনে আনে জীবন-মৃত্যুর সত্যকে। তবে এই বছরকে আমরা সাংস্কৃতিক আবেগে উদযাপন করি না। হিসাব-নিকাশের বিভিন্ন সূত্র সামনে রেখে এই বছরের দিকে তাকাই।
মানুষ হিসেবে আমাদেরকে অন্যের সঙ্গে ওঠাবসা, কথাবার্তা, লেনদেনে আমাদের জড়াতেই হয়। যে কোনো ক্ষেত্রে কেউ আজ যদি একটি ভুল আচরণ করে বসে, কিন্তু পরে সে নিজেকে সংশোধন করে নেয় এবং ওই ভুলটি যেন আর না হয় সে বিষয়ে সতর্ক থাকে, তাহলে তার পরের দিনটি শুভ হবে, পরের বছরটি শুভ হবে। নিজ পরিবারে যেমন সে সকলের প্রিয় হয়ে থাকবে, তেমনি পরিবারের বাইরেও সে হবে ঈর্ষণীয় সহকর্মী ও বন্ধু প্রভৃতি।
নতুন বছরে সবার প্রতিজ্ঞা হোক, সবার মর্যাদার জায়গা থেকে মানবিকবোধকে সমুন্নত রাখব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না।