নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপের মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮.২% ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থি নেত্রী মেরিন ল্য পেন ৪২% ভোট পেয়েছেন। ইতোমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী মেরিন ল্য পেন পরাজয় মেনে নিয়েছেন।
বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। ২০১৭ সালে দ্বিতীয় দফা ভোটেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন উগ্র ডানপন্থী অভিবাসন বিরোধী মেরিন লে পেন। গত ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ল্য পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।
রোববার দেশটিতে চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফা নির্বাচন শেষে রোববার চূড়ান্ত ধাপের ভোটে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের এমানুয়েল ম্যাক্রোঁকেই বেছে নিল ফ্র্যান্সের জনগণ।