ক’দিনেই অনেক কিছু বদলে গেছে। হাহাকার যেন চারদিক। পুরো বাড়িটা কেমন যেন শুণ্য শুণ্য লাগে। বলছি করোনাতে যাদের পরিবার তছনছ হয়ে গেছে। শুধু তারাই বুঝতে পারছেন এ কেমন ব্যাথা আর বেদনা!
আমি দুরে, সেই প্রবাসে থাকি। তবে আমার কেন খারাপ লাগে? হ্যাঁ আমার ভীষণ খারাপ লাগে। কারণ বাংলাদেশ আমার জন্মভূমি। প্রিয়জনেরা সবাই আছে। আমি রেখে এসেছি আমার শৈশব। আমার ছেলেবেলা। কি করে ভূলবো সেসব?
আমার মন কেঁদেকেটে একাকার হয়ে যায়। যখন দেখি হাসপাতালে জায়গা নেই। অক্সিজেন সরবরাহ একদম বন্ধ। এভাবে চললে আমরা কতজনকে হারাবো?
আমার সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা সুরক্ষা মানুন। একটু ধৈর্য ধরুণ। মহামারি স্বাভাবিক হলে আমরা আবার একসঙ্গে নতুন পৃথিবী দেখতে চাই।