নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের নামের সুবিচার করতে পারেননি মোস্তাফিজু রহমান। তিন ম্যাচেই ছিলেন উইকেটশূন্য।
এমন ফর্ম নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিতে যাচ্ছেন এ কাটার মাস্টার। সাকিব দল না পাওয়ায় এবারের আইপিএলে বাংলাদেশি তারকাদের মধ্যে মোস্তাফিজই একমাত্র।
যদিও দ্বিতীয় তারকা হিসেবে মোস্তাফিজের সঙ্গে ভারতের বিমানে চড়তে পারতেন আরেক পেসার তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না মেলায় আইপিএলে খেলা এবারের মতো হাতছাড়া হলো তাসকিনের।
টেস্ট স্কোয়াডে নাম থাকায় আইপিএলে সুযোগ পেয়েও ‘না’ বলে দিয়েছেন তাসকিন। এ জন্য জাতীয় দলের সতীর্থকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই বলার নেই মোস্তাফিজের।
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমান ধরার আগে সংবাদমাধ্যমকে মোস্তাফিজ বলেন, ‘আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এজন্য এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
এবার মেগানিলামে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাকিব না থাকায় এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে কেবল মোস্তাফিজের ওপর।
এ বিষয়ে এ কাটার মাস্টার বলেন, ‘আগে যেমন হতো যে আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুটা দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে। কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন এজন্য সুযোগ পাননি।’