1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ডিজিটাল জালিয়াতি এবং অবৈধ পন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তারা ২০১৩-১৪ থেকে ২০১৬- ১৭ সেশনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

এছাড়া ক্যাম্পাসের শৃঙ্খলা পরিপন্থী কাজ করার জন্য দুইজনকে শোকজ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

এসব তথ্য বাংলাদেশ হার্নালকে নিশ্চিত করেছেন শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

পরবর্তীতে এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত করা হবে।

প্রক্টর বলেন, ডিজিটাল জালিয়াতি এবং অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় এসব শিক্ষার্থী ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং আর দুই জনকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্যে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys