1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে ক্যাচ ছাড়ানো, ক্যাচ ধরে সেটা ব্যাটে-বলে সংযোগ হয়েছে কিনা সেটা শুনতে না পাওয়ায় রিভিউ না নিতে পারা ও কুশল মেন্ডিসের জীবন ফিরে পাওয়া এবং ব্যাট হাতে গ্রুপ পর্বে দুই ম্যাচেই ব্যর্থ (দুই ম্যাচে মাত্র ৫ রান)। তাতে দর্শক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। এরপর আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক।

গতকাল দুবাই থেকে এশিয়া কাপ শেষে শূন্য হাতে দেশে ফিরে টাইগাররা। বাসে উঠার আগে মুখ লুকাতে দেখা যায় মুশফিককে। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের হয়ে ১০২ টি কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচে মাঠে নামা মুশফিক।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টায় এক ফেসবুক পোস্টে অবসরের বিষয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

ব্যাট হাতে প্রায় তিন বছর ধরে টি-টোয়েন্টিতে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন মুশফিক। ২০১৯ সালের নভেম্বর থেকে মাত্র দুটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

জানা গেছে, এশিয়া কাপে খারাপ ফর্মের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবরে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় মুশফিককে রাখেনি।

এ মাসের শেষদিকে নিউজিল্যান্ডে কিউইদের ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য দেশ ছাড়বে টাইগাররা। যে সিরিজের পারফরম্যান্স বিবেচনা করেই আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys