নিউজ ডেস্ক: জমজমাট আয়োজনে সম্পন্ন হলো আমাদের কথা অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের কথা অনলাইনের প্রধান সম্পাদক লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় এক আলো ঝলমল অনুষ্ঠান উপহার দিয়েছে ‘আমাদের কথা’। প্রকাশক ফাতেমা খাতুনের ভাবনা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাস্তবায়ন হয়েছে। সার্বিক সহযোগিতা করেছেন আমাদের কথা অনলাইনের অন্যান্য সদস্যরা।
নানা পেশার মানুষের উপস্থিতি এই আয়োজন আরও সফল করেছে। প্রবাসী রাজনৈতিক ব্যক্তিদের মূল্যবান কথায় আমাদের কথা পরিপূর্ণ হয়েছে। ঝলমলে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসে থাকা বাঙালিদের অনুপ্রাণিত করেছে। সারাদিন কাজে থাকা প্রবাসীদের মনে আনন্দের দোলা দিয়েছে এই অনুষ্ঠান। প্রধান সম্পাদদক লুৎফুর রহমান বাবু বলেন, আমাদের অনলাইন সবসময় সত্যের পথে অটল। নিরপেক্ষ খবরের প্লাটফর্ম। আশা রাখবো এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন।