নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে আসে নতুন একটি বছর। নবরুপে বার্তা দেয় এক একটি ক্ষণ। কত শত বিখ্যাতদের জন্মতিথি আসে যায়। নানা উদ্যোগে পালিত হয় সেসব দিন। আজ তেমনি এক মানুষের জন্মদিন, তিনি অনন্য হয়েছেন তার নিজস্ব কৃতিত্বে, নিজস্ব কাজে।
আমাদেরকথার সম্পাদক লুতফুর রহমান বাবুর আজ জন্মদিন। তিনি সবার উদ্দ্যেশে বলেছেন, আজ জন্মদিনে এটাই বলতে চাই পৃথিবী থেকে শ্রেণি বৈশম্য উঠে যাক। সবাই এককাতারে দাঁড়াক। আর সবাই কাধে কাধ মিলিয়ে বলুক আমাদের বড় পরিচয় আমরা মানুষ।
তিনি আরও বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তাকে বলতে পারি, যেকটা দিন বাঁচবো সুন্দরভাবে বাঁচার তৌফিক দিন। আর চিরতরে মুছে যাক মহামারির কালো অন্ধকার। সকলের দোয়াপ্রার্থী।