নিউজ ডেস্ক: চীন যদিও তার এক-সন্তান নীতি প্রত্যাহার করেছে, তারপরও দেশটির জনসংখ্যা এবং প্রজনন হার এখনও কমছে।
এ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে পেছনে ফেলেছে ভারত।
বিবিসির চীনা বিভাগ এক নারীর সাথে কথা বলেছে যিনি বলছেন, লালন-পালন এবং খাওয়ানোর দায়িত্ব তার ঘাড়েই পড়বে বলে তিনি সন্তান নিতে চান না।