নিউজ ডেস্ক: ইনজুরি যেন পিছউ ছাড়ে না নেইমারের। ২০১৪ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপে এসে আবারও ইনজুরির শিকার এই ব্রাজিলিয়ান তারকা। সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নামা হচ্ছে না নেইমারের, শঙ্কা রয়েছে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও।
গতকাল (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল জয় পেলেও বড় দুঃসংবাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। ম্যাচের ৮০ তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিলো নেইমারকে। পরবর্তী সময়ে জানা যায় পায়ের গোড়ালি মচকে গিয়েছে নেইমারের।
এতেই তৈরি হয় শঙ্কা। শেষ পর্যন্তস সেটিই সত্য হল। তবে ব্রাজিলের ভক্তদের জন্য খুশির খবর এখনও বিশ্বকাপ শেষ হনয়ি নেইমারের। স্প্যানিস গণমাধ্যম দৈনিক মার্কার বরাতে জনাা যায়, ব্রাজিলের আগামী ম্যাচ তথা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার। শঙ্কা রয়েছে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ নিয়েও। এছাড়াও বেশকিছু গণমাধ্যমের খবর, বিশ্বকাপ শেষ হতে চলছে নেইমারের।