1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

গ্রিসে লোহার গেট চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: গ্রিসে লোহার কারখানায় কাজ করার সময় লোহার গেট চাপা পড়ে আলী হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন।

গ্রিসের রাজধানী এথেন্স থেকে ৮৩ কিলোমিটার দূরে কোরিন্থসের ইস্তিমু এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কারখানায় বড় লোহার গেট তৈরির সময় তা আলী হোসেনের উপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আলী হোসেন দেড় বছর আগে ইরাক থেকে তুরস্ক হয়ে গ্রিসে আসেন। তার আরেক ভাই গ্রিসে আছেন।

আলী হোসেনের এক মামাতো ভাই আব্দুল হাকিম জানান, এ খবর পাওয়ার পর বাংলাদেশে আলী হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে আলী হোসেনের পরিবার।

নূর আলম চৌধুরী ও রাহিমা বিবির সন্তান আলী হোসেনের জন্ম ১৯৮৯ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুর গ্রামে। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গ্রিক আইন অনুযায়ী, কর্মস্থলে কেউ মারা গেলে মালিক তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys