এক একটা দিন যেন বছরের সমান। মিনিটে মিনিটে মৃত্যুর খবর। গোটা বিশ্ব এখন মৃত্যুপুরী। রাস্তায় লাশ। ঘরে লাশ। গাড়িতে গাড়িতে লাশ। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাশালী দেশগুলোও নড়েচড়ে বসে আজ থমকে গেছে। নীতি নির্ধারকরাও হার মেনে যাচ্ছে।
এই ক্ষুদ্র ভাইরাসের এতাে ক্ষমতা কে ভেবে রেখেছিল। বড় বড় অর্থনীতিবিদরা সেচ্ছায় আত্মহরনের পথ বেছে নিচ্ছেন। কারন তারা খেই হারিয়ে ফেলছেন। কিভাবে দেশ টিকিয়ে রাখবে। জাতিকে কিভাবে বাঁচাবে। সময় সামনে আরও খারাপ। বৈশ্বিক বানিজ্য প্রায় নেই বললেই চলে। আয়ের পথ বন্ধ থাকলে কিভাবে বাঁচবে দেশ তথা রাষ্ট্রের মানুষ।
ইউরোপের মানুষ আজ নিরব, নির্লিপ্ত। রাস্তায় রোদ নেই, ঝলমলে আলো নেই। তবুও সরকার আশ্বাস দিয়ে যাচ্ছেন বেঁচে থাকার। ভালো থাকার।
ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ইতালির চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ। দেশটিতে বিনামূল্যে করোনার পরীক্ষাসহ সকল সেবা প্রদান করা হচ্ছে। এছড়া স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবার খরচও সরকার বহন করে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেউ নিজেকে অসহায় মনে করবেন না, রাষ্ট্র সবার পাশে আছে। আজ আমরা পরস্পর দূরত্ব বজায় রাখবো, কাল আবার কাছে জড়িয়ে নেব, আজ আমরা থামবো, আগামীকাল অনেক দ্রুত এগুনোর জন্য। ঐক্যবদ্ধভাবে আমরা সফল হবোই।’