নিউজ ডেস্ক: নতুন করে কোনো নাটকীয়তা বা রাজনৈতিক টানাপড়েন না হলে পাকিস্তান মুসলিম লিগের সভাপতি ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।
পাকিস্তানে নতুন সরকার গঠনের জন্য জাতীয় সংসদে নতুন সংসদ নেতা পদে মনোনয়নপত্র আহ্বান করা হয়েছে। আগামীকাল সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংসদ সচিবালয়।
সূত্র জানিয়েছে, আজ রোববার দুপুর ১২টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে নতুন সংসদ নেতা পদে মনোনয়ন জমা নেওয়া হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লিগের(নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। গতকাল পর্যন্ত বিরোধী নেতা শাহবাজ আজ সংসদ নেতা নির্বাচিত হতে পারেন। সব ঠিক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত।
ইমরান সরকারের প্রতি অনাস্থা ভোটাভুটির ফলাফল ঘোষণার পর স্পিকার আয়াজ সাদিক শাহবাজ শরিফকে বক্তৃতা দেওয়ার অনুরোধ জানান। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আমরা এই নতুন দিনটি দেখার অপেক্ষায় ছিলাম।
অপরদিকে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।