নিউজ ডেস্ক: সিলেট-কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ট্রেনটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রেনটি নিয়ন্ত্রণে আসার আগ পরযন্ত মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর তাক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসের ৬ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান মোবাইল বাংলানিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ওসমানী মেডিক্যাল সূত্র জানায়, হাসপাতালে তিনজনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে লাবিব (৫) নামে এক শিশু ও ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।