নিউজ ডেস্ক: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সংগৃহীত ছবি
কুমিল্লার পুজামণ্ডপে সংঘটিত বুধবারের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা পুলিশের অপরটি প্রশাসনের। এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, কুমিল্লায় পবিত্র কোরআন শরীফের অবমাননা সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ ও আদর্শ সদর উপজেলা নিবাহী কর্মকর্তা জাকিয়া আফরিনকে সদস্য করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
পুলিশের তদন্ত কমিটিতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজাল হোসেনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও ডিআইও ওয়ান।