নিউজ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুলাউড়া শহরে বিজয় শোভাযাত্রা করেছে কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ । সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ২টায় কুলাউড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয় । বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম । কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম ।
বিজয় শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া পৌরসভার ৮নং কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমেদ নোমান, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতি মিয়া ও সাধারণ সম্পাদক তাজ খাঁন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ, মৌলভীবাজার জেলা সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মাহমুদ হাসান রানা, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাকিম আহমেদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রভাষক মিরাজ আহমেদ, জাহাঙ্গীর আলম, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাজু মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা মো:জুবের আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি ও সাধারণ সম্পাদক ইমন আহমদ, কুলাউড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বক্স, কুলাউড়া কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, পৌর তাতী লীগের সাধারণ সম্পাদক রবিন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল, এছাড়া ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছা সেবক লীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজয় শোভাযাত্রায় কুলাউড়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন । বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নামে । শোভাযাত্রা শুরুর আগে জনতার স্রোত কুলাউড়া শহরে গিয়ে পৌঁছায় । বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত এ শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকা নিয়ে ও ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন ।