নিউজ ডেস্ক: লেখক, টিভি শো উপস্থাপক শফিক রেহমান এবং তার স্ত্রী ডেমক্রেসিওয়াচ এর চেয়ারপার্সন তালেয়া রেহমানকে উত্তর লন্ডনে স্থানীয় সময় শনিবার ফাইজার-বায়োএনটেক এর করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। উভয়ই যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার দিক থেকে প্রথম শ্রেণীতে ছিলেন কারণ তাদের বয়স ৮০ বছরের বেশি এবং তালেয়া রেহমান লিউকেমিয়ায় আক্রান্ত।
দুজনই জানিয়েছেন, টিকা নেয়ার পর তারা ভালো আছেন। ২১ দিন পর স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তারা যুক্তরাজ্য জুড়ে জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) কর্তৃক পরিচালিত এই ব্যাপক টিকাদান কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। যদিও যুক্তরাজ্যের সব নাগরিকদের এই টিকা বিনামূল্যে দেয়া হবে, তবুও জানা গেছে এশিয়ান কমিউনিটির কিছু লোক তা গ্রহণে অনীহা প্রকাশ করছেন।
এ প্রেক্ষিতে যুক্তরাজ্যের বসবাসরত বাংলাদেশিদের কাছে যখনই টিকা নেয়ার সুযোগ আসবে তখনই তাদের তা গ্রহণ করতে অনুরোধ করেন শফিক রেহমান এবং তালেয়া রেহমান। তারা বলেন, নিজেদের এবং অন্যদের জীবন রক্ষায় সহযোগিতা করতে হবে।