নিউজ ডেস্ক: অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে ফেইসবুক পোস্টে জানান তিনি।
শাওন জানান, তার শারীরিক কোনো জটিলতা নেই, চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
ঈদুল আজহায় শাওন ও চঞ্চল চৌধুরীর কণ্ঠে প্রকাশ হয়েছে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে গানটি ১৯ জুলাই প্রকাশের পর আলোচিত হয়েছে।