1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা ফ্রান্সে স্থায়ী হওয়ার দারুণ সুযোগ, দেখুন আবেদন প্রক্রিয়া ফ্রান্সের সিনেট ভবন পরিদর্শনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দল ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন সাফ আয়োজিত প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা ‘ঈদ বাজার ২০২৫’

করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে পারিবারিক সফরের সময় করোনা বিধিনিষধ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন। সঙ্গে ছিল প্রিন্স উইলিয়ামের চাচা এডওয়ার্ডের পরিবারের সদস্যরা। তবে তাদের বিরুদ্ধে এ সফরে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ এবং মাস্ক না পরার অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই সেদিন স্যান্ড্রিংহামের পার্কে গিয়েছিলেন পরিবারটির ছয় জনেরও বেশি সদস্য। অথচ ওই এলাকায় বর্তমানে টায়ার ২ লকডাউন কার্যকর রয়েছে।

এই লকডাউনে বাইরে একসঙ্গে ছয় জনের বেশি ব্যক্তির জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দফায় দফায় লোকজনকে এ ব্যাপারে সতর্ক করা হয়।

স্যান্ড্রিংহামের ওই পার্কটির কর্তৃপক্ষ দফায় দফায় লোকজনকে করোনাবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে আসছে। ছয় জনের কম সদস্যের দলে বিভক্ত হয়ে বেড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এগুলো কার্যকরে হিমশিম খেতে হয় তাদের। এর মধ্যেই রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে করোনা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ উঠলো।

পার্কটির একটি সূত্র সিএনএন-এর কাছে দাবি করেছে, দেড় ঘণ্টার ঘোরাফেরায় দুই পরিবারকে আলাদা রাখাটা কঠিন ছিল।

এদিকে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা করতে বুধবার সদস্যদের বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি বলছে, টিকার কার্যকারিতার ওপর করোনার নতুন স্ট্রেইনের কোনও প্রভাব আছে কি না, তা নির্ধারণের মতো যথেষ্ট তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys