নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি হ্যালুসিনেশন সৃষ্টিকারী লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা ‘এলএসডির’ মতো ভয়ঙ্কর মাদকে আসক্তির কথা স্বীকার করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত এসব মাদক সেবন করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি র্যাব সদস্যদের কাছে এলএসডি ও আইস সেবনের কথা শিকার করেন। বুধবার (৪ আগস্ট) রাতে র্যাবের অভিযানে পরিমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ ভয়ঙ্কর এই মাদক উদ্ধার হয়।
অভিযানে থাকা র্যাবের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানিয়েছেন, আমরা যখন তার (পরীমনি) বাড়ির প্রতিটা রুম তল্লাশি করি তখন থরে থরে সাজানো দেশি বিদেশি হরেক রকমের মদের বোতল দেখতে পাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি আর কী ধরনের মাদক সেবন করেন? তখন পরীমনি জানান, তিনি মাঝে মধ্যে ‘এলএসডি’ সেবন করেন। বাসায় আছে কি না জানতে চাইলে তিনি এগুলো (এলএসডি) বের করে দেন।’
র্যাব জানায়, অভিযানে বাহিনীর সদস্যরা পরীমনির বাসা থেকে মদ ও এলএসডির পাশাপাশি আইস মাদকও জব্দ করেছে। যেগুলো তিনি সেবন করতেন। এসব মাদকে আসক্তির কারণে তিনি এগুলো কিনে রাখতেন। দুদিন আগেও তিনি এলএসডি সেবন করেছিলেন।