নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলায় গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে ১১ জন কে লাখপতি সম্মাননা দেওয়া হয়। এর ভেতর ৩ জন গত এক বছরে দুই লাখপতি হয়েছেন, ১ জন হয়েছেন ৩ লাখপতি। বেস্ট কন্ট্রিবিউটর হয়েছে ৭ জন। এছাড়াও ঝিকরগাছা উপজেলার কৃতি নারীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। যাদের মধ্য উল্লেখ্য ছিল যশোর জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মেঘনা ইমদাদ। জয়িতা সম্মাননা বিজয়ী মিফতাহুল জান্নাত। বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত নাসরিন সুলতানা।
এডমিনের নির্দেশনায় সার্বিক তত্তাবধানে ছিলেন গ্রুপের কো এডমিন সাদিয়া সাজনীম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুইজন এডমিন । এখানে উদ্যোক্তাদের আয়োজন দেখে মুগ্ধ হন সবাই। উপস্থিত ছিলেন প্রায় একশ এর বেশি উদ্যোক্তাগণ।
উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশিদা পারভীন, উপস্থিত ছিলেন রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যাপক সাওদা।
একটি ছোট উপজেলা থেকে এত এত উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সাহসের বিষয় বটে। এখানে উদ্যোক্তাদের ব্যবসায়ে হাতেখড়ি দেওয়া হয়। ই কমার্স, এফ কমার্স সম্পর্কে প্রশিক্ষণ ও দেওয়া হয়।
দুই বছর আগে মাত্র ১৯ সদস্য নিয়ে উদ্যোক্তা দের জন্য কাজ শুরু করেন ইসরাত জাহান ইনা। তার হাত ধরে সেই গ্রুপে আজ সদস্য সংখ্যা পাঁচ হাজার দুইশ এর বেশি।
এডমিন ইসরাত জাহান ইনা বলেন, বাংলাদেশের বুকে ঝিকরগাছা উপজেলার নাম প্রতিষ্ঠিত করতে চাই, তৃণমূল পর্যায়ের নারীরা অনেক পিছিয়ে আছে। এই নারীদের কে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। ঝিকরগাছার নারীরা আজ পিছিয়ে নেই।
কো এডমিন বলেন, আমার স্বপ্ন নারীদের নিয়ে এগিয়ে যাওয়ার। শুধু নিজেকে না সমাজের নারীদের কে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের নারীরা সুযোগ থাকা স্বত্বেও কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানার সুযোগ পাইনা। আমি সেই কাজটাই করতে চাই।