নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে ‘ব্র্যান্ড মিনস বিজনেস ইউএসএ’র উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ‘ই-কমার্স অ্যামাজনে সুবিধা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে তথ্যবহুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যান্ড মিনস বিজনেসের সিইও রুম্মান বখত বিরতিজ ও রাষ্ট্রদূত আব্দুল মাজেদ চৌধুরী। এ সময় তারা বলেন, বর্তমানে ই-কমার্স অত্যন্ত জনপ্রিয়। কারণ, এর মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নবাব গ্রুপের চেয়ারম্যান সালেহ আহমদ চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোতালেব খান, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল তায়েফ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহীদ উদ্দিন, কাইয়ূম আহমদ, সাইদ সাইদুল, এম তুহিন আহমদ, সুয়েব সালাম, মিনহাজ উদ্দিন, মুরাদ আহমদ, রুমেল আহমদ, ফরহাদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।