বর্তমান সময়ে অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। এসময় আমরা যদি যার যার অবস্থান থেকে সেইসব মানুষের কথা একবার ভাবি তাহলে হয়তো তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো। আমরা প্রতিবার ‘আমাদেরকথা’ ব্যানার থেকে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি নিজ উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছি।
যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোত্থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।
আমাদের চারপাশে এমন অসংখ্য পরিবার বিদ্যমান। যারা ঈদের দিন গুলোতেও থাকেন আনন্দহীন। প্রতি বছরই ঈদ বলতে আলাদা কিছু থাকেনা তাদের। ঈদের দিনেও বসতিগুলোতে, সড়ক কিংবা নদীর তীরের শিশুরা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকে। ঈদ মৌসুমে সরকারি-বেসরকারি অনুদান পেতে ভীড় জমান। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর।
ইউরোপের স্বনামধন্য পত্রিকা ‘আমাদেরকথা’ সবসময় মানবতার কথা বলে। নানা প্রাকৃতিক বৈরিতায় অসহায়ের পাশে দাঁড়ায়। উৎসবে দুস্থ মানুষের হাসি ফোটায়। আপনাদের দোয়ায় ‘আমাদেরকথা’ আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।