মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রতিবছরের মতো ধারাবাহিকভাবে এবারের শীতে তুষার ভ্রমণের আয়োজন করে ইতালির রাজধানী রোম থেকে প্রকাশিত প্রবাস কন্ঠ পরিবার। প্রবাস কন্ঠ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায়, ট্রাভেল আর এর ব্যবস্থাপনায় এবং সার্ভিস ইতালীর সহযোগিতায় রাজধানী রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রক্কারাসো তে একটি ব্যতিক্রম দিন কাটান প্রবাসী বাংলাদেশীরা।
ছুটির দিন থাকায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিন বাস যোগে প্রায় দেড় শতাধিক প্রবাসীরা একটি ব্যতিক্রম দিন উদযাপন করে। বিশেষ করে শিশুরা তুষারের সাদা চাদরে আনন্দে ও বিভিন্ন খেলায় মেতে উঠে।
এই সময় আয়োজকরা জানান” শীতের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং উপভোগ করতেই এই আয়োজন। পরিবার পরিজন নিয়ে নির্মল আনন্দের পাশাপাশি নিজেদের পারস্পরিক সম্পর্ক সুসংগঠিত করতে এই ধরনের আয়োজন করে এই প্রবাস কন্ঠ।
এই সময় রোমের প্রবাসী বাংলাদেশীরা সহ রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।